Monday June 01, 2020
রাজনীতি
20 December 2018, Thursday
মুজিব কোট-নৌকার ব্যাজ পরে সহিংসতার পায়তারা করছে বিএনপি
ফাস্টনিউজ,ঢাকা:আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ নষ্ট করতে মুজিব কোট ও নৌকার ব্যাজ পরে বিএনপির লোকজন সহিংসতা করার পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নড়াইল-২ আসনের নৌকার প্রার্থী মাশরাফির পক্ষে ভোট চাওয়ার সময় তিনি এ অভিযোগ করেন।

প্রধানমন্ত্রী বলেন, তারা আমাদের দুইজন লোককে হত্যা করেছে। আগুন দিয়ে কয়েকটি জায়গায় নৌকার অফিস পুড়িয়ে দিয়েছে। নির্বাচনের আগে মুজিব কোট ও নৌকার ব্যাজ পরে বিএনপি বিশৃঙ্খলা ও সহিংসা সৃষ্টির পায়তারা করছে। এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। এসময় তিনি মাশরাফিকে নৌকা মার্কায় ভোট দিতে সবার প্রতি আহ্বান জানান।

২০.১২.২০১৮/ফাস্টনিউজ/এমআর/১৩.৫৫
রাজনীতি :: আরও খবর