Monday June 01, 2020
স্পোর্টস
22 January 2019, Tuesday
আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে মুস্তাফিজ
স্পোর্টস ডেস্ক:আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে ফের জায়গা পেয়েছেন বাংলাশের মুস্তাফিজুর রহমান। ২০১৫ সালে বিশ্ব ক্রিকেটে চমক দিয়ে এসেছিলেন কাটারখ্যাত এই মিডিয়াম পেসার। জায়গা পেয়েছিলেন আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে।

মাঝে দুই বছর ইনজুরি আর ফর্মহীনতার সঙ্গে লড়েছেন। গত বছরটাতে আবার নিজেকে অনেকটাই ফিরে পেয়েছেন। স্বীকৃতি হিসেবে আইসিসির ২০১৮ সালের বর্ষসেরা ওয়ানডে দলে জায়গাও পেয়ে গেলেন তিনি।

মুস্তাফিজ গত বছর ১৮ ওয়ানডেতে ২৯ উইকেট নিয়েছেন। যার গড় ২১.৭২। সেপ্টেম্বরে এশিয়া কাপে ১৮.৫০ গড়ে ১০ উইকেট নিয়ে যৌথভাবে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছিলেন। মুস্তাফিজের বিষয়ে আইসিসি সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সুইং করানোর সামর্থ্য ও চতুর স্লোয়ার বল মিলিয়ে তিনি দারুণ এক ওয়ানডে বোলার।

এই দলে সর্বোচ্চ চারজন করে ক্রিকেটার জায়গা পেয়েছেন ভারত ও ইংল্যান্ড দল থেকে।

আইসিসির বর্ষসেরা ওয়ানডে দল: ভারত এর রোহিত শর্মা, বিরাট কোহলি (অধিনায়ক), কুলদীপ যাদব ও জাসপ্রিত বুমরাহ; ইংল্যান্ডের জনি বেয়ারস্ট, জো রুট, জোস বাটলার ও বেন স্টোকস; নিউজিল্যান্ডের রস টেলর, বাংলাদেশের মুস্তাফিজুর রহমান ও আফগানিস্তানের রাশিদ খান।

২২.০১.২০১৯/ফাস্টনিউজ/এমআর/১৩.৩৮
স্পোর্টস :: আরও খবর