Monday June 01, 2020
সাহিত্য ও সংস্কৃতি
17 December 2017, Sunday
তোমার প্রতীক্ষায়
খালেদ শরীফ আরেফিন


জনৈকা স্বনামধন্যা কবি
দাবী করেছেন তার কবিতায়
তিনি নাকি তাঁর পুরুষকে
প্রেমিক করেছেন তাঁর আকাঙ্খায়
আবার অপ্রেমিকও করেছেন
তাঁর আকাঙ্খায়
আমি তোমাকে অপ্রেমিকা করিনি
করেছি প্রেমিকা
তোমাকে তিলে তিলে সৃষ্ঠি করেছি
আমার স্বেদ,রক্ত বিন্দু
অশ্রু,বেদনা,দীর্ঘশ্বাস হৃদয় দিয়ে
তোমাকে করেছি তিলোত্তমা।
অনন্ত কালের এই মরুভূমিতেই
তাই রইলাম
তোমার প্রতীক্ষায়
কারন আমার আকাংখায়
অপ্রেমিকা করি নি
করেছি মানসী
করেছি প্রেমিকা।।

১৬.১২.২০১৭/ফাস্টনিউজ/এআর/১৭.৪৮
সাহিত্য ও সংস্কৃতি :: আরও খবর